সংবাদদাতা,মিঠাপুকুর (রংপুর): মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং এ উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানটি উপলক্ষে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী কমিটির রংপুরের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এতিম শিশুরা একটু জায়গা পেলেই অনেক বড় মানুষ হয়ে উঠবে। সমাজে তারাও প্রতিষ্ঠিত হতে পারবে। এসময় তিনি বিভিন্ন দেশবরেণ্য মানুষের জীবনের নানা দিক তুলে ধরেন এতিম শিক্ষার্থীদের সামনে।
মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ বলেন, আমরা আমাদের সাধ্যমত এতিম শিশুদের পাশে দাড়ানোর চেষ্টা করি। আমরা চাই আজকের মিঠাপুকুর এতিম ফাউন্ডেশনের কার্যক্রম গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং মানুষ স্বেচ্ছায় এতিমদের পাশে এসে দাড়াবে।
এর আগে সকাল ১০টায় এতিম শিশুদের মেধা মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অদম্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির রংপুর শাখার সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আকলিমা আরা বেগম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নুর আলম সিদ্দিক প্রমুখ।