মানিকগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের বেধে দেওয়া নির্ধারিত সময়ে আগ্নেয়াস্ত্র জমা দেয়নি মানিকগঞ্জের ৪১ লাইসেন্স ধারী অস্ত্রের মালিক। এরা বিগত সরকারের আমলে গত ১৭ বছরে প্রভাব খাটিয়ে অস্ত্রের লাইসেন্স বাগিয়ে নেয়।
জেলা পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন থানায় ১১৯টি অস্ত্র জমা পড়েছে। এখনো জমা হয়নি ৪১টি অস্ত্র। সূত্র জানায়, মানিকগঞ্জে ১৯০টি আগ্নেয়াস্ত্রর অনুমোদন নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা। লাইসেন্স প্রাপ্ত ১৯০টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৬০টি কেনা হয়েছে। লাইসেন্স নিয়েও অস্ত্র কেনা হয়নি ৩০টি। আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্ধারিত দিন পেরিয়ে গেলেও থানায় এখনও জমা হয়নি ৪১টি অস্ত্র।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে গত মঙ্গলবারের মধ্যে সেগুলো জমা দেয়ার নির্দেশ দিয়েছিল সরকার।
এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মো: বশির আহমেদ জানান, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে ১৯০টি। এরমধ্যে কেনা হয়নি ৩০টি। ১৬০টি লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের মধ্যে ৪১টি এখনো জমা হয়নি। ৪১টি আগ্নেয়াস্ত্রে উদ্ধারে কাজ চলছে।