মানিকগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী মানিকগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে জেলা জাতীয় পার্টির আয়োজনে পার্টি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীব মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি নেয়াব আলী, ইয়াহিয়া চৌধুরী ইনু, সাধারণ সম্পাদক অ্যাড্ হাসান সাঈদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড, রফিকুল ইসলাম, জেলা শ্রমিক পার্টির সভাপতি মজিবর রহমান শাহীন, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক পার্টির নেতা এস আর আনসারসহ জেলা উপজেলার জাতীয় পার্টিসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।