sliderস্থানিয়

মানিকগঞ্জে একদিনে পাঁচ জনের মরদেহ উদ্ধার

শফিকুল ইসলাম সুমন,মানিকগঞ্জ প্রতিনিধি: আজ সোমবার জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে ওই পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া সদর উপজেলার জয়রা এলাকার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক মধ্যবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) তদন্ত আমিনুল ইসলাম জানান, নিহতের সাবেক স্ত্রী জরুরী সেবায় ফোনের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ ও বাড়ির মালিকসহ আশপাশের মানুষের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকা সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোনা মিয়া ঘিওরের সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা এলাকার মৃত হযরত আলীর ছেলে।

ঘিওর থানার ওসি কোহিনুর ইসলাম জানান, সোনা মিয়া তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে যান এবং রোববার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। এরপর সকাল বেলা বোনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত সোনা মিয়ার স্ত্রী জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন বলে জানা ওসি কহিনুর ইসলাম।

অন্যদিকে, সকালে সিংগাইর উপজেলায় বিষপানে নিহত রোজিনা (৩২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রোজিনা আক্তার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার আয়নাল মিয়ার স্ত্রী।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, রোববার দিবাগত রাতে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার রোজিনা আক্তার বিষপান করেন এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়া সাটুরিয়ায় উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় ড্রামের চাপায় রাসেল মাহমুদ (৩৫) এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত রাসেল মাহমুদ জামালপুর সদর উপজেলার রুহুল্লী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় শ্রমিকের কাজ করতেন।

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, রোবাবর ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় কাজ করার সময় শ্রমিক রাসেল মাহমুদের উপর ছাদ থেকে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে এবং রাসেল মাহমুদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি শাহিনুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button