sliderস্থানীয়

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রোহী পানি শোধনকারী কোম্পানির শ্রমিক গ্যারেজে থাকা অটোরিকশা চার্জার থেকে খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সন্তোষ সরকার (২৮) নামে এক শ্রমিক নিহত । নিহত সন্তোষ সরকার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মৃত কুলেন্দ্র সরকারের ছেলে।
মঙ্গলবার (২৩ মে) সকাল ৯ টার দিকে দূর্ঘটনা এ ঘটনা ঘটে।

সরেজমিনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন ও নিহতের স্ত্রী গীতা রানী সরকার ও বোন রীতা রানী সরকারের নিকট থেকে জানা যায়, নিহত সন্তোষ স্থানীয় স্বত্তাধিকারী তপন সরকারের রোহী পানি শোধনকারী কোম্পানিতে পানি সরবরাহের কাজ করে। সে রোহী পানি শোধনকারী কোম্পানিরই গ্যারেজ থেকে সকাল ৯ টার দিকে পানি কোম্পানিতে কাজ করার উদ্দেশ্যে গ্যারেজ থেকে অটোরিকশা চার্জার থেকে খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়, তারপর তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারা আরো জানান বিদ্যুৎ এর দূর্ঘটনার জন্য কেউ দায়ী না। স্থানীয় ইউপি মেম্বার নরোত্তম সরকার বলেন বিদ্যুৎপৃষ্ট ঘটনায় কোনো পক্ষ বিপক্ষ নেই এটা একটা দূর্ঘটনা।

মাধবপুর থানার ওসি তদন্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, নিহত সন্তোষ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে তার পরিবারের কোনো অভিযোগ নেই, তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে কারো কোনো অভিযোগ নেই।

Related Articles

Leave a Reply

Back to top button