ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি অপহরণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করছে পুলিশ।
বুধবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে এসআই রাজীব কুমার রায় বিজয়নগর থানার বুধন্তী এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামী উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করেন।
৩১ মামলার তালিকাভুক্ত অপর আসামী ইউপি সদস্য আবু মিয়া পলাতক রয়েছে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, সুদের টাকার জন্য বোন জামাইকে না পেয়ে শ্যালককে অপহরনের অভিযোগ উঠে।
মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকার বোন জামাই মাহবুবুর রহমানের কাছে সুদের টাকা না পেয়ে শ্যালক আল মোতাব্বির (২৫)কে অপহরন করেছে দাদন ব্যবসায়ী উজ্জ্বল ও তার শশুর ইউপি সদস্য আবু মিয়া। এ ব্যাপারে আল মোতাব্বিরের বোন নাজিফা বেগম মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
নাজিফা বেগম জানান, উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে মাহবুবুর রহমান পরিবার নিয়ে ঘিলাতলী জুলেখা-শফিউদ্দিন ফিসারীর কেয়ারটেকার হিসাবে কর্মরত আছে। এবং তার শ্যালক সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলার ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আল মোতাব্বিরও বোনের এখানে থেকে নাইট গার্ডের চাকুরী করে। কয়েক মাস আগে মাহবুবুর রহমান মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর গ্রামের গুনি মিয়ার ছেলে কুখ্যাত দাদন ব্যবসায়ী উজ্জ্বল মিয়ার কাছ থেকে সুদের উপর কিছু টাকা নেয়।
কয়েক মাস সুদের টাকা পরিশোধ করতে পারলেও কিছু দিন ধরে সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় মাহবুব। এতে উজ্জ্বল মিয়া ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উজ্জ্বল মিয়া তার দলবল নিয়ে ঘিলাতলী জুলেখা-শফিউদ্দিন ফিসারীর সামনে থেকে আল মোতাব্বির (২৫)কে অস্ত্রের মুখে অপহরন করে একটি সিএনজি তে উঠিয়ে নিয়ে যায়। শুক্রবার (৭-এপ্রিল) সকালে তার বোন নাজিফা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।