sliderগণমাধ্যমশিরোনাম

ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর’র ইন্তেকালে এবি পার্টির শোক

ডেস্ক রিপোর্ট: মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের সাবেক ফিচার সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর আজ দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। এই মহান ভাষা সৈনিকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন ভাষা আন্দোলনের সময় অধ্যাপক আব্দুল গফুর ছিলেন ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদক। তিনি ছিলেন সাদা মনের অত্যান্ত গুনী মানুষ। তিনি একাধারে অধ্যাপনা ও সাংবাদিকতা জীবনে রেখেছেন মেধার স্বাক্ষর। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button