sliderস্থানিয়

”ভাঙ্গন কবলে ফসলী জমিসহ বসত বাড়ী” সারি নদীতে ড্রেজার বসিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন

জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন বুধিগাও হাওড় গ্রামের সারি নদীর তীরবর্তী অংশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। জানাগেছে, স্থানীয় প্রশাসনকে মেনেজ করে ড্রেজারমেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালু খেকো চক্র। এতে করে মারত্বক হুমকির মূখে রয়েছে সারি নদীর দু’তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফসলী জমিসহ বসত বাড়ি।

নদী ভাঙ্গন কবলে বাওন হাওড়-শেওলারটুক গ্রামের মসজিদ, কবরাস্থান-ঈদগাহ মাঠ, বসতবাড়ীসহ শত হেক্টর ফসলী জমি। স্থানীয় এলাকার বাসিন্দাদের ভাষ্যমতে, গত ২৮ আগষ্ট বৃহ:প্রতিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানের পর সারি নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের নিষেধাঙ্গা থাকলেও তা অম্যান্য করে বুধিগাও হাওড় গ্রামের মো. রাহেদ মিয়ার ছেলে মজিবুর ও বাওন হাওড় গ্রামের হাফিজ উদ্দিন’র ছেলে রুহুল মিয়ার দুইটি ড্রেজার নৌকা দিয়ে আবারও বালু উত্তোলন করছে।

নদীর তলদেশে ড্রেজিং করে বোমা মেশিন দিয়ে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় এলাকার লোকজন অবৈধ বালু উত্তোলনে বাধা নিষেধ করলে তারা উল্টো প্রশাসনের ভয় দেখায় এমন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি,প্রতি বছর বর্ষার মৌসুমে এলাকার একটি সঙ্গবদ্ধ চক্রের সদস্যদের মাধ্যমে আনন্দ বাজার সংলগ্ন সারি নদী থেকে অবৈধ ভাবে প্রায় অর্ধকোটি ঘনফোট বালু হরিলুট হয়। নদী ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলনে কেউ বাধা নিষেধ করলে তাদের উপর হামলা চালায় সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা। একই চিত্র গোয়াইনঘাট উপজেলার তিতকুল্লীর হাওড়, নাইন্দার হাওড়, বালি হাওড়, সানকী ভাঙ্গা দক্ষিণ পাড়া সারি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।এর ফলে হুমকিতে পড়েছে বুধিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়,সীমার বাজারসহ সরকারী রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা,বসত বাড়ী,ফসলী জমি। এতে করে ভাঙ্গন আতস্কে রয়েছে নদী পাড়ের মানুষ। বছরের পর বছর প্রশাসনের যুগসাজশে চলছে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন, এতে ক্ষুদ্ধ এলাকাবাসী। এ ব্যাপারে বুধিগাও হাওড় এলাকার আব্দুর রাজ্জাক ও শুক্কুর মিয়া জানায়, সারি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বুধিগাও এলাকাসহ আশ-পাশের এলাকার ঘরবাড়ি,ফসলী জমি, রাস্তাঘাট মসজিদ,কবরাস্থান নদী গর্ভে বিলিন হওয়ার আস্কা রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রæত হস্থক্ষেপ কামনা করেন তারা।

এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো.তরিকুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারি নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে কারা জড়িত? তাদের সনাক্ত করতে সংশ্লিষ্ট ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের দায়িত্বরত(বিট) উপ পরিদর্শক এস আই আশরাফুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button