sliderস্থানীয়

বোয়ালমারীতে মেহেদী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: রাজমিস্ত্রী মেহেদী মৃধা (২৩) হত্যা মামলার প্রধান আসামি শাহিদকে (৩০) মামলার ১৮ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেদী মৃধাকে হত্যার পর শাহিদ পলাতক ছিল।

থানা সূত্রে জানা যায়, শাহিদ চরভন্দ্রশন উপজেলায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে শ্রমিকের কাজ করছিল। পুলিশ মোবাইল ট্যাকিনের মাধ্যমে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার ওসি তদন্ত মো. শরিফুল সুমন জানান, হত্যার পর মামলার প্রধান আসামি শাহিদ পলাতক ছিল। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গগত গত ৪ জুন রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম কামার গ্রামের বাসিন্দা মেহেদী মৃধাকে হত্যা করে। হত্যার ঘটনায় মেহেদীর পিতা সালাম মৃধা ৬ জুন বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ এজাহার নামীয় ৫ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। মামলা নম্বর ৬।

আসামিরা সকলেই বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কামারগ্রাম মৃধাপাড়া এলাকার বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button