sliderস্থানীয়

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ফরিদপুর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সোহরাবকে (৩৫) গ্রেপ্তার করেছে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সোহরাবের নিজ বাড়ী বোয়ালমারী উপজেলার গুনবাহ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার সন্দিহান আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বোয়ালমারী থানা থেকে আলফাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলার সন্দিহান আসামী হিসেবে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানা পুলিশ আলফাডাঙ্গায় নিয়ে যায়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার সন্দিহান মূলক আসামী হিসেবে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বোয়ালমারী থানা পুলিশের সহযোগিতায় গুনবাহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গায় নিয়ে আসা হয়। বুধবার তাকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button