sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

বোনকে আরো ক্ষমতাধর বানালেন উ. কোরীয় নেতা কিম

পতাকা ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন তার বোন কিম ইয়ো-জংকে পদোন্নতি দিয়ে ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে স্থান দিয়ে আরো ক্ষমতাধর বানালেন। শনিবার (৭ অক্টোবর) তার চাচির স্থানে বোনকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য করেছেন কিম জং-উন। ৩০ বছর বয়সী কিম ইয়ো তিন বছর আগে দলের সিনিয়র কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কিম পরিবার দেশটি শাসন করে আসছে। কিমের সঙ্গে জনসম্মুখে সব সময় তার বোনকে দেখা যায়। কিমের প্রকাশ্য ভাবমূর্তির পেছনে তিনি কাজ করছেন বলে ধারণা করা হয়। তিনি প্রচারণা ও প্ররোচনা বিভাগের ভাইস-ডিরেক্টরের মতোই প্রভাবশালী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিম ইয়ো যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছেন। এক দলীয় বৈঠকে শনিবার বোনের পদোন্নতির ঘোষণা দেন কিম। দলীয় সংস্কারের অংশ হিসেবে সর্বোচ্চ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তার পদবী রদবদল করেছেন তিনি। গত বছর পার্টির কংগ্রেসে বোনকে পদোন্নতি দেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল তিনি দলে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবেন। সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button