sliderস্থানীয়

‘বৃষ্টির মতো গুলি করা হলেও আন্দোলন চলবে’

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা। আন্দোলন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে নিহতদের প্রতি শোক জানিয়ে সাংবাদিকদের জানানো হয়, বৃষ্টির মতো গুলি হলেও তারা রাজপথ ছেড়ে যাবে না, আন্দোলন চালিয়ে যাবে।

শনিবার (৩ আগস্ট) বেলা ১২ টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠ থেকে ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড চত্বরে এসে ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর ও ঢাকা মহাসড়ক অবরোধ করে। তখন শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেখান থেকে আবারও মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। এখানে একঘণ্টা অবস্থান করে আবারও বড়মাঠে ফিরে যায় শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধ হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলন শেষে শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, ‘অধিকার আদায়ের আন্দোলনে এসে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আর খুনিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এ অস্থিরতা শাসক বুঝছে না। আমরা ভাই-বোন হত্যার বিচার চাই। আজ বৃষ্টিতে ভিজে আন্দোলন করছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃষ্টির মতো গুলি করা হলেও আমাদের আন্দোলন চলবে।’

আন্দোলনে অংশ নেওয়া অভিভাবকরা জানান, ‘এখানে তো আমাদের সন্তানরা আন্দোলন করছে। সরকার প্রধান কি আমাদের সন্তানদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে না?’

আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইন্তাজুল হক বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের মিথ্যা মামলা ও হয়রানি করা হলে, কাউকে আটক করা হলে বিনামূল্যে তাদের আইনগত সহায়তা করা হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button