sliderস্থানীয়

বিশ্বম্ভরপুরের জিনারপুর বাজারে জননী এন্টারপ্রাইজের উদ্বোধন

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে বিষ মুক্ত ও নিরাপদ কৃষিপণ্যের প্রক্রিয়াজাত ও বাজারজাতকারী সংগঠন জননী এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে জিনারপুর বাজারে সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন এই বিষমুক্ত ও নিরাপদ কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকারী সংগঠন “জননী এন্টারপ্রাইজ”-এর উদ্বোধনী ঘোষণা করেন। জননী এন্টারপ্রাইজ উদ্বোধনী অনুষ্টানের প্রধান অতিথি নুরে আলম সিদ্দিকী তপন বলেন জৈব সারের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত মাসকালাই ডাল ও ডালের পাউডার বাজারজাতকরণ দিয়ে সংগঠনটির যাত্রা শুভহোক তিনি আরো বলেন বিষমুক্ত ও নিরাপদ খাবারের গুরুত্ব তুলে ধরে এবং জননী এন্টারপ্রাইজ-এর মাধ্যমে এই উদ্যেগ আরো বেগবান হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন। সংগঠনের সদস্যবৃন্দ বিভিন্ন কারিগরি সহযোগিতা প্রদান করার জন্য এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পকে ধন্যবাদ জানান।

আলোচনা সভায় এ সময় আরো উপস্তিত ছিলেন ইউপি সদস্য ফারুক মিয়া ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যা খোরশেদা আক্তার, বাজার কমিটির সদস্যবৃন্দ ও গন্য মান্য ব্যাক্তিবর্গ সহ জননী এন্টারপ্রাইজের সদস্যবৃন্দ। বাজারের বিভিন্ন লোকজন এবং এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও কর্মকর্তাবৃন্দ ।

Related Articles

Leave a Reply

Back to top button