sliderরাজনীতিশিরোনাম

বিশিষ্ট নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক লিসানুল হক খান তারেকের মৃত্যুতে এবি পার্টির শোক

গতকাল ১৫ মে বুধবার সন্ধ্যায় বিশিষ্ট নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক লিসানুল হক খান তারেক তাঁর নিজ কর্মস্থল গাজী টেলিভিশনের কার্যালয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাকে নিকটস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি’র আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। এক শোকবার্তায় তাঁরা বলেন, লিসানুল হক খান তারেক সুস্থ সংস্কৃতির বিকাশে দীর্ঘ পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একজন গুনী নির্মাতা, সাংস্কৃতিক সংগঠক ও শিল্পী। তিনি এদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত শুদ্ধচিত্ত সাংস্কৃতিক সংসদের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুর কিছুকাল পূর্বে তিনি শুদ্ধচিত্ত’র প্রধান সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সৃষ্টিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো।
নেতৃবৃন্দ লিসানুল হক তারেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button