বাদুড়ের শহর দখল:জরুরী অবস্থা ঘোষণা
গ্রামে-গঞ্জে দিন শেষে আকাশে বাদুড়ের দল ঘরে ফিরে যেতে দেখেছেন নিশ্চয়ই। বড় সব গাছে অনেক বাদুড় এক সাথে ঝুলে থাকার দৃশ্যও নিশ্চয়ই মনে করতে পারছেন?
বাদুড়ের দল পুরো শহর দখল করে নিয়েছে, এমন কথা সম্ভবত কেউ শোনেননি। তার ওপর এ জন্য যদি শহরজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তাহলে সেটা আর মোটেও স্বাভাবিক ঘটনা নয়। এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাটেমানস বে শহরে। পুরো শহরজুড়ে প্রায় ১ লাখের মতো বাদুড় আক্রমণ করেছে একযোগে! অবস্থা এমন যে শহরের প্রায় সব বাড়ির ছাদে, সব গাছে জেঁকে বসেছে ধূসর রংয়ের ‘গ্রে হেডেড ফ্লাইং ফক্স’ নামের এক জাতের বাদুড়। এরা সাধারণত ৯ থেকে ১১ ইঞ্চি লম্বা হয়, ওজন হয় ১ কেজির মতো। দুই পাশে ডানা মেলে ধরতে পারে ৩ ফুট ৩ ইঞ্চি পর্যন্ত।
ডেনিয়েল স্মিথ নামক এক মহিলা বাদুড়ের এই অদ্ভুত আক্রমণের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেছেন, ‘ঘরের জানালা খুলতে পারছি না। ধোয়া জামাকাপড় শুকাতে বাইরে দড়ি ব্যবহার করতে পারছি না। পড়ালেখাও করতে পারছি না, এক নাগাড়ে চলা বাদুড়ের শব্দে। সত্যি, এটা মজার কিছু না। হঠাৎ করেই এলো বাদুড়গুলো এবং এরা নিয়ন্ত্রণহীন হয়ে গেলো। এদের জন্য এখন আমরা আতঙ্কে আছি।’ স্থানীয় প্রশাসন ঐ বাদুড়গুলোকে শহর ছাড়া করার ব্যবস্থা নিচ্ছে। তবে পশু কল্যাণ সংস্থাগুলো বলছে কঠোর কোনো পদক্ষেপ না নিয়ে কিছুদিন ধৈর্য্য ধরাই ভালো।
এদিকে, ফ্লাইং ফক্স টাস্ক ফোর্সের কর্মকর্তা রাসেল স্নেইডার বলেছেন, ‘ এটা ব্যাপক, অভূতপূর্ব ঘটনা। এতো বেশি বাদুড় এমনভাবে এক সাথে আগে দেখা যায়নি।’ ফ্লাইং ফক্স টাস্ক ফোর্সের আরেক কর্মকর্তা জানিয়েছেন শহরের বেশিরভাগ মানুষই নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই ঘরে বন্দি দশা কাটাচ্ছেন। বাদুড়ের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না।
গ্রে হেডেড ফ্লাইং ফক্স জাতের বাদুড় বিপন্ন প্রজাতির প্রাণির তালিকাভুক্ত, তাই প্রশাসনের লোকেরা এদের শিকার করতে পারবে না। বরং ধোঁয়া ও শব্দের মাধ্যমে বাদুড়গুলোকে শহর ছাড়া করার উপায় খুঁজছে প্রশাসন। আরেকটা উপায় ভাবা হচ্ছে, স্থানীয় সব শস্য ক্ষেত নষ্ট করা। এরই মাঝে গাছ কেটে ফেলা হচ্ছে।
এ ব্যাপারে পশু কল্যাণ সংস্থাগুলো আপত্তি জানালেও তর সইছে না স্থানীয়দের। তারা খুব দ্রুত এই আতংকজনক পরিস্থিতির সমাধান চান। নিউ সাউথ ওয়েলসের পরিবেশ মন্ত্রী মার্ক স্পিকম্যান এ ব্যাপারে শহরের লোকদের আশ্বস্ত করেছেন।
বিরক্তিকর ঐ বাদুড়ের দল শহর ছাড়া করতে স্থানীয় প্রশাসন এরই মাঝে ১.৮ মিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে।