sliderস্থানীয়

বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির জেলা বাঘাইছড়ি পৌরসভার মেয়রকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবীতে আল্টিমেটাম আজ শেষ হবে। সাধারণ ছাত্র জনতা ও বিক্ষোভকারীরা শুক্রবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় পৌরসভার কার্যালয় হতে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ ছাত্র জনতা ও পৌর এলাকার জন সাধারণ।
এসময় বিক্ষোভ সমাবেশ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ মোস্তফা, সেলিম জাবেদ, মোঃ নাছির, মোঃ আবু জাহেদ, মোঃ হারুনুর রশিদ, ছাত্রী সানজিদা আক্তার প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, আজ ৭২ ঘন্টা সময় শেষ হতে চলছে তাই আমরা পৌরসভার অবস্থান কর্মসূচি পালন করছি। মেয়র অনুপস্থিত থাকায় সাধারণ জনগন পৌর সেবা থেকে বঞ্চিত রয়েছে। বিভিন্ন ভূয়া প্রকল্পের মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাৎ করে। বক্তব্য শেষে ১১ দফা দাবি সহ উপজেলা নির্বাহী অফিসার শিরিনা আক্তার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button