
আগামী বছরের মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষে বিশেষ দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মুখোমুখি হবে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশ।
ওই ম্যাচের জন্য এরইমধ্যেই ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভকে। তিনিও ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় বোর্ডের কাছে বিসিবির অনুরোধ, এশিয়া একাদশে খেলার জন্য টিম ইন্ডিয়ার সেরা সাত ক্রিকেটারকে যেন বাংলাদেশ সফরে পাঠানো হয়। যতদূর জানা গেল, ওই সাত ক্রিকেটারের তালিকাও বিসিবি তৈরি করেছে, যেখানে রয়েছে ধোনি-কোহলির মতো তারকারা।
আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ দুটি আয়োজিত হবে ২০২০ সালের ১৮ ও ২১ মার্চ। ধোনি ছাড়াও তালিকায় আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজা।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘হ্যাঁ, এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি২০ ম্যাচ হবে বাংলাদেশে। বিসিসিআই এবং এশিয়ার অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’