sliderস্থানীয়

বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের অনলাইনে ভিজিড‘র জন্য আবেদন

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ হল রুমে গরীব দুঃস্থ্য পরিবারের জন্য মাসিক ভিজিডি কার্ডের জন্য অনলাইনে আবেদন ও যাচাই-বাছাইয়ের কার্যক্রমের অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছেন, তিনি গরীব দুঃস্থ্য পরিবারের জন্য মাসিক ভিজিডি কার্ডের জন্য অনলাইনে আবেদন সুযোগ করে দিয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলায় মানব জাতির দুর্দিনে নিজের সর্বোচ্চ টা করার চেষ্টা করতে হবে। এবং নিয়মিত মাক্স ও সাবান পানিতে হাত পরিষ্কার করতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য মাহফুজা খানম লিপি, গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন, জাকির হোসেন জাকির, তথ্য সেবা কর্মকর্তা ফেরদৌসী আক্তার, নুর এ সাবিহা হক, মৌসুমী আক্তার, সচিব আজমল হোসেন, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button