sliderবিনোদন

ফের বিয়ের পিঁড়িতে বসছেন জুন!

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলছেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া। পত্রপত্রিকার খবর, দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন জুন।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর হতে চলেছে জুন-সৌরভের বিয়ের অনুষ্ঠান।
প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন জুন মালিয়া। ‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নীল নির্জনে’, ‘২২ শ্রাবণ’, ‘দ্য বং কানেকশন’, ‘জুলফিকার’, ‘সোয়েটার’, ‘নিতিন মাসি’সহ অসংখ্য দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ৪৯ বছর বয়সী এ অভিনেত্রী। ছোটপর্দায়ও সমান জনপ্রিয় জুন।
তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, বারবার তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। বয়স বেড়েছে, তবে তাঁর সঙ্গে যেন ক্রমাগত বেড়েছে জুনের সৌন্দর্য। বয়স তাঁকে ছুঁতে পারে না—সিনেপাড়ায় কান পাতলে জুন সম্পর্কে সবাই এমন কথাই বলেন।
প্রতিবেদন অনুযায়ী, তেমন জাঁকজমকভাবে জুন-সৌরভের বিয়ে হচ্ছে না। একেবারে সাদামাটাভাবে পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই নাকি বিয়ে হতে চলেছে।
জুন মালিয়ার মেয়ে শিবাঙ্গিনী ও ছেলে শিবেন্দ্র দুজনেই বেশ বড় হয়েছেন। পত্রপত্রিকার খবর, সন্তানদের কথা ভেবেই নাকি সৌরভের সঙ্গে টানা ১৪ বছর সম্পর্কে থাকার পরও এতদিন বিয়ের সিদ্ধান্ত নেননি জুন। অবশ্য ডিসেম্বরের বিয়ে নিয়ে জুন বা সৌরভের তরফে এখনো কিছুই জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button