sliderশিক্ষাশিরোনাম

প্রধানমন্ত্রীকে দেওয়া শোভন-রাব্বানীর চিঠির অভিযোগ বানোয়াট: জাবি ভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে শাখা ছাত্রলীগকে দেড় কোটি টাকা দেওয়ার বিষয়টিকে বানোয়াট বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
তিনি বলেন, বহুদিন পর ভালো একটি গল্প পড়লাম। আমার আর কিছু বলার নাই। একেবারেই বানোয়াট গল্প।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন জাবি উপাচার্য।
ফারজানা ইসলাম বলেন, টাকা-পয়সা সংক্রান্ত কোনো কথা তাদের সঙ্গে আমার হয়নি। তারা তাদের মতো করে কাজ করে। তারা কোথায় কাজ করে, কি কমিশন পায় কি, পায় না সেগুলো জানাতে আমি বলেছি, আমার সাথে টাকা-পয়সা নিয়ে তোমরা কোনো আলাপ করবা না। তোমরা যেটা করতে চাও সেটা তোমাদের নিজেদের মতো কর। তোমরা তোমাদের মতো চলো। এইটুকুই শুধু কথা। কিন্তু তারা এটাকে একটা গল্প বানিয়েছে।
তিনি বলেন, আমার বিশ্বাস দেশের প্রধান জানেন, তারা গল্প বানিয়েছে, নাকি আমি বানিয়েছি। আর তদন্ত করলে, যেকোনো ধরনের অনুসন্ধান করলে আপনারাও জানতে পারবেন যে, এ ধরনের কিছু হয়েছে কিনা। আমার আর এর বেশি কিছু বলার নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button