sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

পেনসিলভানিয়ায় আরো এগিয়ে বাইডেন

ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার পর পেনসিলভানিয়ায়ও ভোটের ব্যবধানে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। ২০ ইলেকটোরাল ভোটের রাজ্যটিতে জয়ী হলেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।
আমেরিকায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তারা সেখানকার নির্বাচনী ফলাফলের ওপর আরো কিছু তথ্য প্রকাশ করেছেন।
এ থেকে জানা যাচ্ছে, জো বাইডেন ৫,৫৮৭ ভোটে ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে আছেন। ঐ রাজ্যে ৯৫ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে।
এর সুবাদে নির্বাচনে জয়লাভের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়া বাইডেনের জন্য এখন আরো সহজ হয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হতে অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে দুটি অথবা পেনসিলভানিয়ায় জয় প্রয়োজন বাইডেনের।
তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, ভোট গণনা এখনো বাকি আছে। এর আগে ২০১৬ সালের নির্বাচনে এই রাজ্যে জয়ী হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ তথ্য অনুযায়ী এই অঙ্গরাজ্যে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।
প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।
উইসকনসিন ও মিশিগানে বিজয়ের মাধ্যমে হোয়াইট হাউসে যাওয়ার পথ সহজ করে নেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। বুধবার রাতভর চেষ্টার পর উসকনসিনের ভোট গণনা শেষ করেন কর্মকর্তারা। রাজ্যটির ১০ ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।
যদিও ভোট গণনা শেষ হওয়ার আগেই অনেকটা আজগুবি কায়দায় নিজের বিজয় ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বসে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার বারবার সমালোচনা করে যাচ্ছিলেন তিনি।
নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেয়া হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি এই রিপাবলিকান।
নির্বাচন কর্মকর্তাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা আমার কাছ থেকে নির্বাচন চুরি করে নিচ্ছেন।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button