
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ গতকাল পাকুন্দিয়া উপজেলার চর ফরাদি ইউনিয়নের আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করুন কাজের উদ্বোধন করেন। বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলার মির্জাপুর বাজারে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশের মধ্য দিয়ে কাঁচা রাস্তা পাকা করুন কাজের ভিত্তি প্রস্তর উন্মোচন করেন এমপি নুর মোহাম্মদ।
পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করেন চর ফরাদি ইউনিয়ন পরিষদ। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ, বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম, হাজী জাফর আলী কলেজ এর সহকারি অধ্যাপক আতাউর রহমান সোহেল, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটো, বুরুদিয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল এবং যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে চরফরাদিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জন সাধারণের উদ্দেশ্যে বড় পর্দায় ভিডিও প্রদর্শন করা হয়। আই আর আই ডি পি -৩ প্রকল্পের আওতায় চর ফরাদি ইউনিয়ন পরিষদের সামনে থেকে নজরুল কমিশনারের বাড়ি হয়ে বর্ষাগতি দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি পাকা করন হচ্ছে। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা এলজিইডি,এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৪৪ লাখ ৯৩ হাজার৩০১ টাকা।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক এজিএস রায়হান উদ্দিন আকন্দ ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।