sliderউপমহাদেশশিরোনাম

পাকিস্তান থেকে দেশে ফিরেছেন মুক্তি পাওয়া অভিনন্দন

নিজ দেশে ফিরেছেন পাকিস্তানে গ্রেফতার হওয়া ভারতের যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমান। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় তিনি ওয়াগা-আতারি সীমান্ত পৌঁছেন। সেখানে তার এক দফা মেডিক্যাল চেকআপ করা হয়। এর কিছুক্ষণ পরই অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়া হয়।
তাকে স্বাগত জানাতে অন্যদের সাথে উপস্থিত ছিলেন অভিনন্দনের বাবা ভারতের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ছিল দেশটির সেনাবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাও। অভিনন্দনকে এখন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে অভিনন্দনের প্রত্যাবর্তনের দিনে বন্ধ রাখা হয় বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান। প্রতিদিন সীমান্তরক্ষী বাহিনীর বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান দেখতে বহু মানুষ ওয়াগা সীমান্তে জড়ো হন। সূর্যাস্তের আগে দুই দেশের পতাকা উত্তোলন করা হয় কুচকাওয়াজের মাধ্যমে। গত ৫৫ বছর ধরে এ অনুষ্ঠান চালিয়ে আসছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
কিন্তু শুক্রবার অভিনন্দনকে এই পথেই ফেরত দেয় পাকিস্তান। ভারত অভিনন্দনকে আকাশপথে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছিল। কিন্তু পাকিস্তান জানায় তারা ওয়াগা সীমান্ত দিয়েই ফেরত দেবে অভিনন্দনকে। এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানটি বাতিল করা হয়।
দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতের পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে এমন ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এ সিদ্ধান্তের কারণ হিসেবে ইমরান খান বলেছেন, শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে। তবে তিনি এও হুশিয়ারি দেন যে, পাকিস্তানের এ উদারতাকে দুর্বলতা ভাববেন না। সেই সময় পার্লামেন্ট সদস্যরাও তাকে সমর্থন দেন।

অভিনন্দন বর্তমানকে হস্তান্তর করার সময়। ছবি: এনডিটিভি

এদিকে অভিনন্দনকে আটক করার পর দুটি ভিডিওবার্তা প্রকাশ পায়। এতে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বলেন, আমরা দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্র হলেও পাকিস্তান সেনারা আমাকে আটকের পর চিকিৎসা দিয়েছেন। সম্মান করেছেন। পাক সেনারা খুবই ভদ্রলোক। আমি মনে করি পাকিস্তান সেনাদের কাছ থেকে আমাদের ব্যবহার শেখার আছে। অভিনন্দন আরো বলেন, যারা পাকিস্তান সেনাদের বদনাম করেন তারা না জেনেই করেন।
এ সময় পাকিস্তানের এক সিনিয়র সেনা কর্মকর্তা বলেন, শত্রুদের প্রতি সদয় হওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহর রাসুলের নির্দেশ। পাকিস্তানের মুসলমান রাসুল (স.)-এর নির্দেশ পালন করছে মাত্র।
কাশ্মিরের পুলওলামায় আত্মঘাতী হামলায় ৪৪ জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার পর ঘটনার ধারাবাহিকতায় গত বুধবার পাকিস্তান ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সেনাঘাঁটিতে বোমাবর্ষণ করে দেশে ফিরে যায়।
পাকিস্তানের এ পদক্ষেপের পাল্টা জবাব দিতে গিয়ে আবারো প্রতিবেশী দেশটির আকাশসীমায় প্রবেশ করে ভারত। পাকিস্তানের সশস্ত্রবাহিনী এ সময় গুলি করে তাদের দুটি বিমান ভূপাতিত করে এবং এর একজন পাইলটকে গ্রেফতার করে। ভারত প্রথমে পাকিস্তানের এ দাবি অস্বীকার করলেও ওই পাইলট অভিনন্দন বর্তমানের ভিডিও প্রকাশ করলে ভারত পাকিস্তানের সে দাবির সত্যতা স্বীকার করতে বাধ্য হয় এবং অভিনন্দনের মুক্তি দাবি করে।

Related Articles

Leave a Reply

Back to top button