sliderস্থানীয়

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৮ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতের দিকে উপজেলার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো.ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫) মো.রাশেদ (২৫) মো.সাদ্দাম (২৮) মো.তানিম (২২) আব্দুর রহিম ওরফে আরফান (২৪) মো. সুমন (২৬) মো. খোকন (২২) মো.আল আমিন (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ।
এ সময় দুটি পাইপগান, ১টি হাতুড়ি, ১টি চাইনিজ কুড়াল, ২টি কিরিচ, দুটি মোবাইল, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button