sliderস্থানীয়

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা   

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত নিয়ামতপুর উপজেলার ৪ জন সহকারি শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(২৭ জুন) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ। উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নরুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জনি আহমেদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। শোক সভা শেষে চার জন শিক্ষক ও সিএনজি চালিত গাড়ি চালকের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button