নিয়ামতপুরে জাতীয় শহীদ শেখ রাসেল দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকী উপজেলা প্রশসান, বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)সহ বিভিন্ন সংগঠন যথাযোগ মর্যাদায় পালন করে। বুধবার ১৮ অক্টোবর সকাল ৯.৩০টায় বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক নিয়ামতপুর উপজেলা এরিয়া অফিসে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন রিক নিয়ামতপুর এরিয়া ম্যানেজার মনিরুজ্জামান, শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক মাসউদ আলম, ক্রেডিট অফিসার ইয়াসিন আলীসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদের নব নির্মিত কমপ্লেক্স ভবনের অস্থায়ী মঞ্চে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা আইসিটি অফিসার রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) রূপম সাহা, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আতিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, সুভাস সরকার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল হোসেন। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বই ও সনদপত্র প্রদান করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ শহীদ শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।
পরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যান্য সদস্যদের সাথে শেখ রাসেলও শহীদ হন।