sliderস্থানীয়

নাটোরে জামায়াতের মিছিল শেষে আট নেতাকর্মী আটক

নাটোর প্রতিনিধি : নাটোরে শনিবার সকালে শহরের চকরামপুর এলাকায় মিছিল শেষে ফেরার পথে হেলিপ্যাড মাঠের সামনে থেকে আট নেতাকর্মীকে আটক করেছে নাটোর থানা পুলিশ। এর আগে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নাটোর জেলা আমীর ড. অধ্যাপক মীর নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক সাদেকুর রহমান। আটককৃতরা হলেন, নলডাঙ্গা থানার সোনাপাতিল গ্রামের মৃত শফির উদ্দীনের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪৫), একই এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে মোঃ মামুনুর রশিদ মোল্লা (৫০), বাঁশিলা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মাওলানা আবু নওশাদ (৪০), মোঃ আরিফুল ইসলামের ছেলে মোঃ ফজলুল হক নান্নু (৩৫), মোঃ জেকের আলীর ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩৫), মৃত কলিমুদ্দিনের ছেলে মোঃ নাসির উদ্দিন (৫২), মৃত আক্কাস আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন (৩৭) ও বেলাল হোসেন (৩৫)। নাটোর থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন জামায়াত নেতাকর্মীরা সংঘবন্ধ হয়ে কোন নাশকতা করতে পারে এই আশংকায় তাদের আটক করা হয়েছে।

Related Articles

Back to top button