sliderস্থানীয়

নাটোরে কড়া নিরাপত্তায় দুই জেএমবি সদস্যের আদলতে হাজিরা

নাটোর প্রতিনিধি : কড়া রিাপত্তার মধ্য দিয়ে নাটোরে দুই জেএমবি সদস্যের আদলতে হাজিরা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাটোর জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাদের হাজির করা হয়। হাজিরা গ্রহণ করেন আদালতের বিচারক মোছাঃ কামরুন্নাহার বেগম।
হাজিরা দেওয়া সদস্যরা হলেন সিংড়া উপজেলার আড়কান্দি পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আনিসুর রহমান আনিস ও নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমির হামজা। হাজিরা গ্রহণ শেষে বিচারক চলতি বছরের ৬ জুন চার্জ গঠনের দিন ধার্য্য করে আনিসুর রহমান ও আমির হামজাকে পুনরায় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য গত ২০১৮ সালের ১৩ মার্চ গভীর রাতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের একটি জঙ্গী আস্তানা থেকে গোপন বৈঠক করার সময় ওই ২ জঙ্গী সদস্যকে আটক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button