sliderস্থানীয়

নাটোরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

নাটোর প্রতিনিধি : নাটোরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। আজ ১৯ নভেম্বর রোববার দুপুরে এই বিক্ষোভ মিছিল করেন তারা। শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের হয়ে স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করেন তারা সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ-সভাপতি কামাল মাস্টার পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা ও দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপি জামাতের অবৈধ কর্মসূচি ও হরতাল সহ নাশকতার তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে গতকাল রাতের আঁধারে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে একটি যাত্রী বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের দ্রুততার সাথে গ্রেপ্তার করে আইনের সোপর্দ করার দাবি জানান হয়।

Related Articles

Leave a Reply

Back to top button