
সন্ত্রাসবাদের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে নাকে তেল দিয়ে ঘুমাবেন না। সন্ত্রাসীরা যে কোনো সময় হিংস্র হয়ে উঠতে পারে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়েছিলো সাম্প্রদায়িত উগ্রবাদিরা। কিন্তু পুলিশের প্রচেষ্টা ও অভিযানে তারা এখন নিষ্ক্রিয় ও দুর্বল। তাই বলে নাকে তেল দিয়ে ঘুমাবেন না।’
বিশ্বজুড়ে চলা চরমপন্থা মোকাবেলায় বৈশ্বিক একতার কথা বলেন ওবায়দুল। তিনি বলেন, ‘খণ্ড খণ্ড বা বিচ্ছিন্ন প্রতিবাদ করে লাভ নেই। সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে এক হতে হবে।’
এ সময় তিনি আরো বলেন, ‘যারা এ ধরনের সন্ত্রাসবাদ ঘটনায়, তারা ইসলামের লোক হতে পারে না। আমি হজ করেছি, এটা আমার কর্তব্য। আমি নামের পাশে হাজি লেখি না। শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তাহাজ্জুদ পড়েন। তিনি শান্তির পথে আছেন। তিনি দেশের শাসক থাকবেন, এটা দেশবাসী চায়।’