নবাবগঞ্জে জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শামীম হোসেন, নবাবগঞ্জ প্রতিনিধি : জাতীয় ছাত্র সমাজ নবাবগঞ্জ উপজেলা ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখার উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ স্যার এর ৩য় ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বাবুল সাহেব এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিল দেওয়ান-সভাপতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সমাজ ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক – ছাত্র সমাজ। এ সময় ভার্চুয়ালী কলে যুক্ত হন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বাবুল সাহেবের সহধর্মিণী এ্যাডভোকেট সালমা ইসলাম (এমপি) তিনি গভীর শোকচিত্তে বলেন” আমি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বাবুল ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ সাহেব এর মৃত্যু বার্ষিকীতে সকলের নিকট দোয়া চাই, আল্লাহ যেন উনাদের জান্নাতুল ফেরদৌসের মাকাম দান করেন।”
এ সময় সভাপতির বক্তব্যে খলিল দেওয়ান বলেন- “আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ সাহেব ও যমুনা গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বাবুল সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে উনাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং উনাদের মত কীর্তিমান মানুষের আদর্শ বুকে ধারন করে জাতীয় ছাত্র সমাজের মাধ্যমে জাতীয় পার্টিকে যেন বাংলাদেশের মধ্যে একটি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে নিজেকে যেন উৎসর্গ করতে পারি, সকলে আমার জন্য দোয়া
করবেন।”
জাতীয় ছাত্র সমাজ নবাবগঞ্জ উপজেলা সভাপতি খলিল দেওয়ান এর সভাপতিত্বে ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখায় সভাপতি সজল শীল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় পার্টি যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সাবেক সদস্য নাজিম আহম্মেদ, জাতীয় ছাত্র সমাজ ঢাকা জেলা সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, কেন্দ্রীয় সম্মানিত সদস্য মায়িন মাসুদ, জাতীয় পার্টি নবাবগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক আঃ মান্নান মাস্টার, খলিলুর রহমান, কলাকোপা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আজিজুর রহমান শোভন, যন্ত্রাইল ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, জাতীয় ছাত্র সমাজ দোহার নবাবগঞ্জ কলেজ শাখায় সাধারণ সম্পাদক শেখ নাসিফ উদ্দিন, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, ছাত্রী বিষয়ক সম্পাদিকা ইমা আক্তার, নবাবগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক শামীম হোসেন, জয়কৃষ্ণপুর ইউনিয়ন সভাপতি মোঃ নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বাহ্রা ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, বারুয়াখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ রাজা সহ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা জনাব জিএম আমিনুল ইসলাম।