slider

নববধূকে জবাই করে হত্যা : জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে নববধূকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ জুন) বিকাল ৪টার দিকে কবিরহাট বঙ্গবন্ধু চত্বরে নিহতের স্বজনদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত রুপালি বেগমের পিতা সিরাজ মিয়া ছাড়াও নিহতের চাচা মফিজুর রহমানসহ নিহতের স্বজন ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।
গৃহবধু রুপালি বেগমকে পরিকল্পনা করে হাত পা বেঁধে হত্যা করা হয় উল্লেখ করে যারা যারা এই হত্যার সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে হত্যাকারীর ফাঁসির দাবি জানান স্বজনরা।
উল্লেখ্য, গত ১২জুন কবিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ইউসুফ নবী রুবেল নিজের স্ত্রী রুপালি বেগমকে গায়ের ওড়না দিয়ে হাত পা বেঁধে ফল কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। প্রাথমিক ভাবে জানা যায় স্ত্রীর পরকিয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী ইউসুফ নবী রুবেলকে কবিরহাট থানা পুলিশ গ্রেফতার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button