sliderখেলা

নতুন রূপে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের স্বত্ব পেল সাইফ পাওয়াটেক। চুক্তি অনুসারে ২০ কোটি টাকার বিনিময়ে আগামী ৫ বছরের জন্য বিপিএলের স্বত্ব পেলো সাইফ পাওয়ারটেক।

চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফরদার রহুল আমিন আগেই জড়িয়ে ছিলেন ফুটবলের সঙ্গে। এরপর চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল আয়োজনের মধ্যে দিয়ে রুহল আমিন ও তার প্রতিষ্ঠান আরো ঘনিষ্ঠভাবে জড়িত হয়েছে দেশের ফুটবললের সঙ্গে। এবার সুপার লিগ না হলেও এবার ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর বিপিএলের স্বত্ব পেল সাইফ পাওয়ার টেক।

শনিবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হয় দু’পক্ষের মধ্যে। বাফুফের পক্ষে সভাপতি কাজী সালাউদ্দিন এবং সাইফ পাওয়ারটেকের অঙ্গ প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল চুত্তিতে স্বাক্ষর করেন। অন্ষ্ঠুানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মাহি বক্তব্য রাখেন। দেশের ক্রীড়াঙ্গনে বেশ কদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্ব নিতে যাচ্ছে সাইফ পাওয়ার টেক। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

চুক্তি অনুযায়ী আগামী ৫ বছর বিপিএল আয়োজন করবে সাইফ পাওয়ারটেক এবং সব ধরনের ব্র্যান্ডিংয়ের স্বত্বও তাদের। পেশাদার ফুটবল লিগের এবারের আসরের বেশির ভাগ খেলাই ঢাকার বাইরে আয়োজন করার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।পেশাদার লিগের ১২ দলের হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে ১৩২ ম্যচের ১১২টিই হবে ঢাকার বাইরে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ফুটবলকে আবারো জনপ্রিয় করার পাশাপাশি ফুটবলের মানকেও উন্নত করতে ভূমিকা রাখতে চায় সাইফ পাওয়ারটেক।

বৃহস্পতিবার বাফুফে ভবনে এক জরুরি সভায় সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তির বিষয়ে অনুমোদন দিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। চুক্তি অনুসারে সাইফ সব ধরনের ব্রান্ডিং সুবিধাসহ টিকিট বিক্রির ৭৫ ভাগ পাবে।

বাকি ২৫ ভাগ পাবে বাফুফেও সংশ্লিষ্ট ভেন্যুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)। আপাতত ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ ছয় ভেন্যুতে খেলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button