sliderস্থানীয়

নগরকান্দায় জামাল হোসেন মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো: জামাল হোসেন মিয়ার উদ্যোগে ফরিদপুরের নগরকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ১২ শতাধিক অসহায় দুস্থ রোগি বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এবং বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ফরিদপুর জেলা শাখা ও নিউ জননী ডি-ল্যাব এর সহযোগিতায় দিনব্যাপী শুক্রবার (১০ নভেম্বর) সকালে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলি চেয়ারম্যান বাড়িতে এই ফ্রি মেডিকেল ক্যম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক অ্যাডভোকেট মো: জামাল হোসেন মিয়া।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিপদ চন্দ্র দাস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা লীগের সভাপতি নাসিমা আক্তার, ইউপি সদস্য আক্কাস আলী প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আলামিন সরোয়ার, গাঈনী ডা. শামীমা শর্মী অবস ও মিডিসিন বিভাগের ডা. জয়দেব ঈমান সরকার। উপস্থিত ছিলেন, নিউ জননী ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমদাদ হোসেন, বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের প্রেসিডিয়াম মেম্বার জেবা তাহসিন, সভাপতি রবিউল ইসলাম রাব্বি, সহ-সভাপতি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আবির হাসান এবং বাইসো ফরিদপুর জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্ধোধন কালে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, অনেক আগে থেকেই ফরিদপুর-২ আসনের জনগণের সেবা করে আসছি। তাদের সুখে-দুখে পাশে থাকছি। এরই ধারাবাহিকতায় নগরকান্দা ও সালথার ১২০০ অসহায়-গরীব রোগীকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি। আমার এ ধরণের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button