সংবাদদাতা : সাভারের ব্যাংকটাউন এলাকায় গোসল করতে নেমে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে লাশটি মেহেদী হাসানের (১৮) বলে জানা গেছে। নিহত মেহেদী হাসান রাজধানীর আগারগাও এলাকার মোঃ জাফরের ছেলে। সে ধানমন্ডির আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
আজ রোববার দুপুর ১টা নাগাদ সাভারের বলিয়ারপুর এলাকার কোন্ডা ব্রিজের নিচ থেকে শিক্ষার্থীর ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হলো।
এর আগে আজ সকাল ১১টা নাগাদ ধলেশ্বরী নদী থেকে অপর শিক্ষার্থী আকাশ (১৮) এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ অপর শিক্ষার্থী রাজনের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাজনের সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান আছে।
বিষয়টি নিশ্চিৎ করে ফায়ার সার্ভিস (ঢাকা-৪) এর জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, সকাল থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর শিক্ষার্থী রাজনের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।