
বাঘাইছড়ি প্রতিনিধি : সারাদেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় র্যালী ও মানববন্ধন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের অফিস থেকে র্যালীটি বের হয়ে চৌমুহনী হয়ে উপজেলা পরিষদ এর সামনে গিয়ে র্যালীটি শেষ হয়।উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধনের আয়োজন করা হয়।এতে হৃদয়ে বাঘাইছড়ির সদস্য মুখে কালো কাপড় বেধেঁ ধর্ষণের প্রতিবাদ জানায়,এতে হৃদয়ে বাঘাইছড়ি এবং উজানি যুব শিল্পীগোষ্ঠী ও নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির কেন্দ্রীয় কমিটির,সভাপতি মাহমুদুল হাসান সোহাগ এর সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি জনাব দিলীপ কুমার দাশ,বিশেষ অতিথি, বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব বাহার উদ্দিন সরকার,আরো বক্তব্য রাখেন,,পিয়াল দত্ত,সজিব চক্রবর্তী,তৌয়বুর রহমান,মামুন উদ্দিন,বাঘাইছড়ি,রাঙ্গামাটি,খাগড়াছড়ি,চট্টগ্রাম,ইউনিট এবং উজানি যুব শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ।
ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে বক্তারা বলেন, সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণ।নোয়াখালীর বেগমগঞ্জে নববধূকে গণধর্ষণ ও মধ্যযুগীয় কায়দায় নারীকে নির্যাতন সহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণ বেড়েই চলেছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
4 Attachments