sliderআইন আদালতশিরোনাম

ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদ নেতা সোহাগ রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা ধর্ষণ মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এ আদেশ দেন।
এর আগে বুধবার বিকেলে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান আজ দুপুরে তাবে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আদালত শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে আসামি নাজমুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।।

Related Articles

Leave a Reply

Back to top button