
মানিকগঞ্জ দক্ষিণ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের পরিবেশ সংগঠন “হরিরামপুর শ্যামল নিসর্গ” এর উদ্যোগে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে দেশের সর্বোচ্চ বৈলাম বৃক্ষ রোপণ করা হয়েছে। সোমবার বিকেলে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ উদ্বোধন করেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রেজাউল করিম।
“মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠে বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ” স্লোগানে অনুষ্ঠিত বৃক্ষ রোপণে মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এড. দীপক কুমার, দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক গিরিন্দ্র কুমার,সহকারী অধ্যাপক জাফর ইকবাল, সহকারী অধ্যাপক সুজন রুহুল, শ্যামল নিসর্গ সভাপতি ওয়াহিদুর রহমান, জাবি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব সিদ্দিকী রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্যামল নিসর্গ এর সভাপতি ওয়াহিদুর রহমান বলেন, বৈলাম মূলত পাহাড়ি অঞ্চলের গাছ। বান্দরবানের সংরক্ষিত বনে এক সময় প্রচুর পরিমাণে দেখা যেত। তাছাড়া পাহাড়ের আনাচে-কানাচেও ছিলো। কিন্তু অসাধু কাঠ ব্যবসায়ীদের দৌরাত্ম্য আর জুম চাষীদের খামখেয়ালিতে দিন দিন কমে যাচ্ছে দেশের সর্বোচ্চ বৃক্ষটির সংখ্যা। রিপোর্ট বলছে, সব মিলিয়ে দেশে এখন মাত্র ২৪ টি বৈলাম বৃক্ষ অবশিষ্ট রয়েছে। ফলে, আগামী কয়েক বছরের মধ্যে বৈলাম হয়তো কেবল বইয়ের পাতাতেই থাকবে, বাংলার মাটিতে আর দেখা যাবে না। বৈলাম গাছ ২৫০-৩০০ ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে। ঋজু, একহারা গড়নের বৈলামের নান্দনিকতা এক দেখার মত বিষয়ই বটে! ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ প্রকৃতিকে যত্নে বাঁচিয়ে প্রাণবিকতায় সাজাতে চায়। সেই প্রত্যয়ে আজ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজের সামনে রোপণ করা হলো বৈলাম বৃক্ষের চারা। সঙ্গে ছিলো আরও ১১ টি বিলুপ্তপ্রায় ও কম পরিচিত গাছের চারা– কুম্ভি, হিমঝুরি, পরশ পিপুল, মাধবী, পাদাউক, গুস্তাভিয়া, বাবলা, খৈয়া বাবলা, হিজল, অশোক ও মারখামিয়া।