
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করেন।
স্থানীয় লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় সাঈফকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কলেজছাত্রের নাম সাঈফ খান (২২)। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ সদরের ভেজগাঁ গ্রামে। তিনি ময়মনসিংহের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঈদ উপলক্ষে বৃহস্পতিবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ শিক্ষার্থীর একটি দল নেত্রকোনার বিরিশিরি এলাকায় ঘুরতে যায়। তাঁদের সঙ্গে সাঈফ খানও ছিলেন। দুপুর ২টার দিকে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে তলিয়ে যান। এ সময় তাঁর আরেক বন্ধুও তলিয়ে যেতে থাকলে ভাগ্যক্রমে সাঁতরে পাড়ে উঠে আসতে সক্ষম হন।