sliderস্থানীয়

দাউদকান্দি ও তিতাসে শারদীয় দুর্গা পূজা উদযাপন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শনিবার থেকে শুরু হয় বাৎসরিক আনন্দ বেদনার উৎসব, পূজারীরা মেতে উঠেন প্রার্থনার কর্মযজ্ঞে। হিন্দু ধর্মের লোকজনকে উৎসাহ দিতে এবং সুন্দর ভাবে পূজা উদযাপন করতে প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা বরাবরই সম্প্রতির বন্ধন প্রমানিত হয়ে আসছে। এখানে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন অটুট থাকুক এটা সকলেরই প্রত্যাশা। দিন এবং রাতে আনন্দ ভাগাভাগি করতে সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া সোমবার তিতাস ও দাউদকান্দির বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। রোববার দুপুরে গৌরীপুর বাজার পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় ও প্রাসাদ ভোজে অংশ নেন তিনি। রাতে ইলিয়টগঞ্জ রায় বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি, এসময় তাঁকে স্বাগত জানান ইলিয়টগঞ্জ লক্ষ্মীপুর সার্বজনীন শ্রী শ্রী মহাশ্মশান কমপ্লেক্সের স্বপ্ন দ্রষ্টা ও সাধারণ সম্পাদক চন্দন সাহা। এসময় মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন এর সফর সঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ঘোষ ও দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

Related Articles

Leave a Reply

Back to top button