sliderস্থানীয়

তাহিরপুরে ৬০ লাখ টাকার বালু সহ গ্রেফতার ৪

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী ও শান্তিপুর নদীতে পৃথক অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার অবৈধ বালু সহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের লাদেন মিয়া (২৫), একই গ্রামের শাহাব উদ্দিন (৩০), লিটন মিয়া (২২) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘীর পাড় গ্রামের রিপন মিয়া। গতকাল দুপুর এবং সন্ধ্যায় তাহিরপুর থানার এস আই আহমেদুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১৮শ ঘনফুট অবৈধ বালু ও ৪ টি নৌকা সহ ৪ জনকে গ্রেফতার করে।

তাহিরপুর থানার ওসি এস এম মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি সহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক ২টি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button