
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর সভাপতিত্বে আরো অনেকে বক্তব্য রাখেন। তিনি বলেন তাদের যে রেখে যাওয়া উপজেলা ব্যবস্থা সেই উপজেলা ব্যবস্থা আবার পুনরায় চালু করা হবে। উপজেলা ব্যবস্থা আছে এরশাদের উপজেলা ব্যবস্থা এটা নয় আবার এরশাদের উপজেলা চালুর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। গ্রামের মানুষকে যেন শহরে না আসতে হয় তারা যেন সেই উপজেলায় বসেই তাদের সেবাটা তাদের বিচার ব্যবস্থা তাদের সবকিছু সেবা যেন তারা সেখানে পায়। সেই দাবি আজকে আমরা এখান থেকে জানাচ্ছি। তিনি আরো বলেন দল ৯০ এর পরে এক সময় একটু ক্রাইসিসে ছিল ৯০ এর ক্ষমতা চলে যাওয়ার পরে স্বেচ্ছায় যেদিন এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করে সেই ক্ষমতা চলে যাওয়ার পরে একটু ক্রাইসিসে এসেছিল সেদিনও কিন্তু এদেশের মানুষ জাতীয় পার্টির উপরে আস্থা রেখেছিল বিশ্বাস রেখেছিল বিধায় সেদিন কিন্তু জাতীয় পার্টি ৩৫ টি আসনের ক্যান্ডিডেট কে বিজয়ী করেছিল। এবং প্রায় আমরা ৭০ টা আসনে অল্প কিছু ভোটে যেখানে পাঁচ শ একহাজার দুই হাজার ভোটে আমরা পরাজিত হয়েছি। আগামী দিনে আমরা মনে করি জাতীয় পার্টির একটা ভালো দিন এসেছে, জাতীয় পার্টির একটা সুস্থ দিন এসেছে, আমাদেরকে যদি শক্ত হতে হয় এরকম ক্রাইসিস আসলেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হবো শক্ত হবো।
তাই আমাদেরকে দলকে এগিয়ে নিয়ে যেতে এবং দলের কার্যক্রম আরো বেগবান করতে এসময় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য দেন আলহাজ্ব পজিদুর রহমান, জেলা সহ সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি। সিদ্দিকুর রহমান, জেলা সাংস্কৃতিক সম্পাদক ও পৌর কমিটি সদস্য সচিব। মমতাজুল মন্তা জেলা সহ সম্পাদক, ইমান আলী, রুহিয়া থানা জাতীয় পার্টি সভাপতি, রাজিব হোসেন, সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি, রুহিয়া থানা, হাশেম আলী,মিজানুর, জিলানী, রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী ও নেতৃবৃন্দ। এবং আলোচনা সভা শেষে মোনাজাত করা হয়।




