
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭.৪ ওভারে ৯৪ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। স্বাগতিকেরা পেয়েছে দাপুটে জয়।
বাংলাদেশের ব্যাটিংটা মোটেও দর্শকদের প্রত্যাশা মেটাতে পারেনি। তবে বোলিং ছিল দুর্দান্ত। নাসুম আহমেদ শুরুতেই ৪ উইকেট তুলে নেন আফগানদের। পরে সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানও উইকেট উৎসবে যোগ দিলে দাঁড়াতেই পারেনি অতিথিরা।
নাসুম ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। শরিফুলের শিকার ৩টি। সাকিব ২টি ও মোস্তাফিজ ১ উইকেট নিয়েছেন।
এর আগে লিটন দাসের ৪৪ বলে ৬০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৫ রান করতে পারে বাংলাদেশ।
শরিফুলের জোড়া শিকারে গুটিয়ে গেল আফগানিস্তান
১৮তম ওভারে জোড়া উইকেট শিকার করলেন শরিফুল ইসলাম। ফলে আফগানিস্তান গুটিয়ে গেল ৯৪ রানে।
ওভারের প্রথম বলে শরিফুলকে চার মারের কায়েস আহমেদ। তবে পরের বলেই কট অ্যান্ড বোল্ড হন তিনি।
পরে মুজিবেরও একই পরিণতি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই আউট তিনিও।
শরিফুল মোট ৩ উইকেট নিলেন। এর আগে ফিরিয়ে ছিলেন রশিদ খানকে।
শরিফুল ও মোস্তাফিজের উইকেট
নাসুম আহমেদ তুলে নিয়েছিলেন শুরুর ৪ উইকেট। পরে সাকিব আল হাসান জোড়া শিকার করেন। এবার দুই স্পিনারের সঙ্গে উইকেট উৎসবে যোগ দিলেন পেসাররাও।
১৪তম ওভারে রশিদ খানকে (১) তুলে নিয়েছেন শরিফুল ইসলাম। ফলে দলীয় ৬৬ রানে সপ্তম উইকেটের পতন হয় আফগানদের।
১৭তম ওভারে আজমতউল্লাকে (২০) ফিরিয়েছেন মোস্তাফিজ। ৮৫ রানে অষ্টম উইকেট পড়েছে সফরকারীদের।
নাজিবুল্লাকেও ফেরালেন সাকিব
মোহাম্মদ নবিকে ফিরিয়ে জুটি ভেঙেছিলেন সাকিব আল হাসান। আরেক প্রান্তে থাকা নাজিবুল্লাহ জাদরানকেও তুলে নিলেন এই বাঁহাতি স্পিনার।
১২.২ ওভারে ৬২ রানে ৬ উইকেট হারাল আফগানরা।
মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ দেওয়া জাদরান ২৬ বলে ২৭ রান করেছেন। ২০ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নবির সঙ্গে পঞ্চম উইকেটে ৩৭ রান যোগ করেছেন তিনি। নবিকে ফিরিয়ে জুটিটি ভেঙেছিলেন সাকিব। পরে তুলে নিলেন জাদরানকেও।
নবিকে ফিরিয়ে সাকিবের ৪০০
দলীয় ২০ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানিস্তানকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করছিলেন অধিনায়ক মোহাম্মদ নবি। তবে ১১তম ওভারে তাকে ফিরিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। সাদা বলে নবি সাকিবের ৪০০তম শিকার।
অর্থাৎ নবিকে ফিরিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০তম উইকেট শিকারের কীর্তি গড়লেন সাকিব। টেস্ট মিলিয়ে সাকিবের উইকেট সংখ্যা এখন ৬১৫টি।
নবি ফিরেছেন ব্যক্তিগত ১৬ রানে। নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৭ রান যোগ করেছেন তিনি।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানদের স্কোর ১০.৫ ওভার শেষে ৫৭/৫।
শেষ ১০ ওভারে ১০৩ রান চাই আফগানিস্তানের
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়ছে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয় ম্যাচটি।
টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকেরা ৮ উইকেটে ১৫৫ রানের পুঁজি গড়ে।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নামা আফগানদের স্কোর ১০ ওভার শেষে ৫৩/৪। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৩ রান চাই তাদের। নাজিবুল্লাহ জাদরান ২৪ ও মোহাম্মদ নবি ১৩ রানে ব্যাট করছেন।
নাসুমের তোপে ছন্নছাড়া আফগান টপ অর্ডার
বাংলাদেশের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ধস নেমেছে আফগানিস্তানের টপ অর্ডারে। সফরকারীদের শুরুর চার ব্যাটারকেই তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
দলীয় ৮ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে আফগানরা। ২০ রানের মাথায় আরো একটি উইকেট পড়েছে। প্রথম ৫ ওভার শেষে দলটির স্কোর ২০/৪। চারটি উইকেটই নিয়েছেন নাসুম।