sliderস্থানীয়

ঝিনাইগাতীতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় স্বনামধন্য প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জবাব মো:নুরুল ইসলাম (মোগল),সাধারণ সম্পাদক মো:অভিনুর ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভাটি ঝিনাইগাতী আহমদ নগর উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিশ্ব জিৎ রায়, মাসুদুর রহমান সাবেক সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান হাবি সাবেক সভাপতি, জনাব শরীফা বেগম প্রধান শিক্ষক আহমদ নগর উচ্চ বিদ্যালয়, হারুনর রশীদ, সাধারণ সম্পাদক, শাহ আলম সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ, সদস্য অত্র সংগঠন, তোফায়েল আহমেদ সহকারী জেলা ব্যবস্থাপক, কালব, শেরপুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুকনুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা প্রমুখ ।

উক্ত সভার শুরুতেই সদস্যদের উপস্থিতি ও রেজিষ্ট্রেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আসন গ্রহন, পবিত্র ধর্ম গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্যের পর অতিথিগণ বক্তব্য প্রদান শেষে সদস্যেদের মাঝে লটারির ড্রয়ের মধ্যদিয়ে প্রথম অধিবেশন শেষ করে।

দ্বিতীয় অধিবেশনে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম প্রতিবেদন পাঠ ও অনুমোদন এবং ব্যবস্থাপনার কার্যক্রম পাঠ ও অনুমোদন করা হয়।

২০২১জুলাই হতে ৩০ জুন ২০২২ পর্যন্ত হিসাব নিকাশ পেশ ও অনুমোদন, লভ্যাংশ বন্টন উপস্থাপন ও অনুমোদন, ২০২২-২০২৩/২০২৩-২০২৪ সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন ও অনুমোদন, উপ-কমিটি সমূহের প্রতিবেদন পেশ উপস্থাপন ও অনুমোদন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button