
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের উত্তর চেচরী ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত রাজিয়া বেগম ওই এলাকার মৃত মোঃ কালাম জমাদ্দারের স্ত্রী। নিজ ঘরে সাপের কামড়ের পরে তাকে সবাই পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাঃ মৃত বলে ঘোষনা করেন।
নিহতের নিকট আত্মীয় আঃ কুদ্দুস জোমাদ্দার জানায়, আজ সোমবার সকালে রাজিয়া বেগম ফজরের নামাজ আদায় করে খাটের নিচে জুতা আনতে পা বাড়ালে সেখানের গর্তে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়।