sliderস্থানীয়

ঝালকাঠিতে লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি প্রতিনিধি : বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির চাঁদকাঠি এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে লেগুনাটি পুরো ভস্মীভূত হয়ে গেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে কলেজ রোড এলাকায় সমাজসেবা অফিসের সামনে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের কলেজ রোড সমাজসেবা কার্যালয়ের সামনের সড়কে লেগুনাটি পার্কিং করা অবস্থায় ছিলো। রাত সাড়ে ১২ টার দিকে দুর্বৃত্তরা লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়। লেগুনা গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও এ ঘটনায় কেউ আহত হয়নি।
সদর ঘানার ওসি নাসির উদ্দীন সরকার জানান, দুর্বৃত্তের দেয়া আগুনে একটি লেগুনা পুড়ে গেছে। এ ঘটনায় আমাদের অনুসন্ধান চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button