sliderস্থানিয়

ঝালকাঠিতে রাসুল (সা:)কে নিয়ে কটুক্তির করায় মামলা

ঝালকাঠি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি এবং আপত্তিকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বিশ্বনাথ দাস ওরফে অভিজিৎ দাস (২২) নামের এক হিন্দু যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে।

মো. দ্বীন ইসলাম (২৮) নামে মুসলিম কমিউনিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলা দায়ের করেন। অভিযুক্ত বিশ্বনাথ দাস ওরফে অভিজিৎ দাস পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি গ্রামের রতন দাসের পুত্র। তারা স্বপরিবারে ঝালকাঠির বিকনা এলাকায় বসবাস করছে। অভিজিৎ দাস ঝালকাঠি সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ইচ্ছাকৃতভাবে এলাকায় অস্থিরতা ও দাঙ্গা সৃষ্টির অভিপ্রায় জ্ঞাতসারে মুসলিম ধর্মীয় মূৃল্যবোধ অনুভূতিতে আঘাত করে ফেসবুকে উস্কানীমূলক পোস্ট ও কমেন্ট করে পুনরায় দাম্ভিকতার সাথে তা প্রচার করে। ফেসবুক পোস্টে ও কমেন্টে সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবার নিয়ে কটুক্তি এবং আপত্তিকর মন্তব্য করে। এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদি জনতা ও মুসলিম ছাত্র-জনতা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে।

জাগ্রত মুসলিম জনতার পক্ষে মুসলিম কমিউনিটি নামে একটি সংগঠন সৃষ্টি করে। সবার মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি ২৮ অক্টোবর বিকেলে সদর থানার ওসি মনিরুজ্জামান মামলা হিসেবে রেকর্ড করেন। এসআই হাসিবুল হাসান তুষারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দায়িত্ব প্রদান করেন পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন।

এসআই হাসিবুল হাসান তুষার বিষয়টি নিশ্চিত করে জানান,“মুসলিম ধর্মীয় মূৃল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে ফেসবুকে উস্কানীমূলক পোস্ট ও কমেন্ট করে পুনরায় দাম্ভিকতার সাথে তা প্রচার করে অভিজিত দাস ওরফে বিশ্বজিত দাস। এঘটনায় মামলা দায়ের হলে আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button