sliderস্থানীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ধামরাইয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ঢাকার ধামরাই উপজেলার প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। তিন প্রজন্মের পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী এই মিলন মেলায় অংশগ্রহণ করেন। গতকাল শনিবার ধামরাই পৌরশহরের মুন্নু কমিউনিটি সেন্টারে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ নূরুল আলম, গণবিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, পদার্থ বিজ্ঞানী ড. আব্দুল্লাহ আল মামুন, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথি এমপি বেনজীর আহমদ তার বক্তব্যে বলেন, ধামরাই একটি শিক্ষিত জনগোষ্ঠীর এলাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ধামরাইয়ের বহু শিক্ষার্থী উচ্চ পর্যায়ে চাকরি করছেন। অনেকে অবসরে এসেছেন। সবার সহযোগিতায় পরিকল্পনা নিয়ে ধামরাইকে একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button