sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ফ্যাক্সাই’

রেকর্ড ভাঙা বাতাসের বেগ নিয়ে জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ফ্যাক্সাই। এর আঘাতে তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাঞ্চাশোর্ধ এক নারীকে টোকিওর রাস্তায় শায়িত অবস্থায় পাওয়া যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানী টোকিওর পূর্বদিকের চিবা শহরের উপকূল দিয়ে টাইফুনটি স্থলে উঠে আসে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ঘণ্টায় সর্বোচ্চ একটানা ২০৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ফ্যাক্সাই ওই উপকূলে আঘাত হানে। এটাই চিবায় আঘাত হানা সর্বোচ্চ গতিবেগের টাইফুন বলে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে। টাইফুনটি স্থলে উঠে আসার পর ভারী বৃষ্টিপাত শুরু হয়।
এ পরিস্থিতিতে টোকিওর দুইটি বিমানবন্দরে ১৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়। টোকিওর অনেকগুলো রেললাইন কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাইরে বের না হতে সতর্ক করে কর্তৃপক্ষগুলো।
ছোটখাটো কিছু ভূমিধসের ঘটনা ঘটেছে এবং প্রবল পানির তোড়ে একটি সেতু ভেসে গেছে বলে জানা গেছে। এক পর্যায়ে পুরো কামোগাওয়া শহরসহ প্রায় নয় লাখ ৩০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল বলে এনএইচকে জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button