
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশ বক্স ও আব্দুল্লাহপুর বিট পুলিশিং অফিসের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর বাস ষ্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ও আব্দুল্লাহপুর বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বলেন বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা দিতে বরাবরই প্রস্তুত আর সেই কার্যক্রমকে আরো বেশি গতিশীল করতে আজ এ বিট পুলিশিং আপনাদের যেকোন সমস্যার সমাধান করতে আরো বেশি সহায়ক হবে এবং এই বিট পুলিশিং কর্মকর্তাদের মাধ্যমে সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে, এছাড়াও চুরি, ছিনতাই, ডাকাতি,চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম রোধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওতাধীন এ বিট পুলিশিং বক্সটি আপনাদের নিরাপত্তার সেবায় সবসময় নিয়োজিত থাকবে এবং আপনাদের জানমালের নিরাপত্তায় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, অন্যদিকে জনবহুল হওয়ায় এ এলাকায় প্রচুর যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত মানুষের চলাচল করতে সমস্যা হওয়ার জন্য আজ থেকে আমাদের ট্রাফিক পুলিশ আপনাদেরকে সেবা দিয়ে যাবে, আমি আশা রাখি আমদের ট্রাফিক পুলিশ ও এই বিট পুলিশিং এর মাধ্যমে আপনারা সঠিক সেবা পাবেন এবং সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনারাও আমাদেরকে সহযোগীতা করবেন ।
এসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির (বিপিএম), কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া,বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলী, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের কার্যকারী সদস্য শিপু আহমেদ ছাড়াও অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সুধী সমাবেশ উপস্থিত ছিলেন।